বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আগের চেয়ে অনেকটা সুস্থ। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দেশ রূপান্তরকে এ খবর জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বুধবার দুপুরে মওদুদ আহমেদকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে গত ২৯ ডিসেম্বর অসুস্থতা বোধ করলে রাজধানীর এভার কেয়ার (অ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয় এ রাজনীতিবিদকে।