সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের ভালোবাসা ছিলো রূপকথার গল্পের মতো।নীল চোখের বিশ্বসুন্দরীর সঙ্গে বলিউডের হ্যান্ডসাম হাঙ্কের ভালবাসার শুরু সঞ্জয়লীলা বানশালীর পরিচিত ‘হাম দিল দে চুকে সানাম’ এর সেটে।পর্দার প্রে’মের মতোই তখন বাস্তব
জীবনেও একে অ’পরের প্রে’মে বুঁদ ছিলেন।তবে সেই রূপকথা দুঃস্বপ্নে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি।শারীরিক নি’র্যা’তন,অ’তিরিক্ত অধিকার বোধ,পর’কী’য়ার রেশ এ সব কিছুর জেরে সেই ছবির মতোই সাড়া জীবনের জন্য পথ আলাদা হয়ে যায় দু’জনের।
সালমান চেয়েছিলেন তাকে ঘিরেই ঐশ্বরিয়ার জীবন আবর্তিত হবে।কিন্তু সেই প্রত্যাশাপূরণ না হওয়াতেই তাল কাটে।একবার ঐশ্বরিয়ার ছবির সেটে গিয়েই ঝামেলা শুরু করেন সালমান।সেই সময় শাহরুখের সঙ্গে ‘চালতে চালতে’ ছবির শুটিং করছিলেন অ্যাশ।এর পরেই রেগে গিয়ে শাহরুখ ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন।‘মহব্বতে’,‘দেবদাস’-এর মতো একাধিক সফল ছবি একসঙ্গে করার পর শাহরুখের এই আকস্মিক সিদ্ধান্তে ব্যথিত হয়েছিলেন নায়িকা।
এরপর কে’টে গিয়েছে অনেকগুলো বছর।সালমান বা ঐশ্বরিয়া কখনো আর একসঙ্গে কাজ করেননি।অন্যদিকে,শাহরুখের সঙ্গে সব মান অ’ভিমানের বরফ গলিয়ে ফের পুরনো সমীকরণ গড়ে উঠেছে সালমানের।২০১৬ সালে ঐশ্বরিয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও একটি ক্যামিও করেন শাহরুখ।
সালমানের সঙ্গে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন,শাহরুখের সঙ্গে তাকে স’ন্দেহের জেরেই সেই ছবির সেটে অশান্তি করেছিলেন সালমান।নায়িকা জানিয়েছিলেন,শাহরুখ থেকে অ’ভিষেক,প্রায় প্রত্যককে নিয়েই তাকে স’ন্দেহ করতেন প্রাক্তন
প্রে’মিক।শুধু তাই নয়,বেশ কয়েকবার নাকি সলমন তার গায়েও হাত তুলেছিলেন।যদিও সালমান এই অ’ভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন।তার কথায়,তিনি আবেগপ্রবণ হয়ে নিজেকে আ’ঘাত করলেও অন্য কাউকে কোনোদিন আ’ঘাত করেননি।ঐশ্বর্যার জীবনের এই ঘটনা স্পষ্ট করে দিল,একজন সফল অ’ভিনেত্রীর ব্যক্তিগত টানাপড়েনের আঁচ তার কাজের জগতকেও এলোমেলো করে দিতে পারে নিমেষে।